চিত্রা এক্সপ্রেস ট্রেনের সময়সূচী

চিত্রা এক্সপ্রেস ট্রেনের সময়সূচী: বাংলাদেশের ঢাকা টু খুলনা লাইনে চলাচলকারী একটি আন্তঃনগর ট্রেনের নাম হচ্ছে চিত্রা এক্সপ্রেস ট্রেন। যে ট্রেনটি প্রতিনিয়ত ঢাকা থেকে খুলনা লাইনে চলাচল করে থাকে। ঢাকা টু খুলনা-গামী এই ট্রেনটির বারোটি বগি এবং ৭৮১টি সিট। চিত্রা এক্সপ্রেস এমন একটি ট্রেন যেখানে যাত্রীরা তাদের ইচ্ছা অনুযায়ী এসি কিংবা নন ওসি পরিষেবা পেতে পারে। মূলত এই ট্রেনটিতে এসি এবং নন এসি সার্ভিস চালু রয়েছে সেই সাথে যাত্রীদেরকে বিশেষ পরিষেবার মাধ্যমে তাদেরকে গন্তব্যস্থলে পৌঁছে দেয়া হয়। তাইতো অনেকেই ঢাকা থেকে খুলনা যাতায়াত করার জন্য মূলত চিত্রা এক্সপ্রেস ট্রেন ব্যবহার করে থাকেন। এজন্য আমরা আজকে নিয়ে এসেছি এই আর্টিকেলটিতে চিত্রা এক্সপ্রেস ট্রেনের সময়সূচী। অর্থাৎ আপনারা যারা চিত্রা এক্সপ্রেস ট্রেনের সময়সূচী সম্পর্কিত নতুন তথ্য গুলো জানতে চাচ্ছেন তারা আমাদের ওয়েবসাইট থেকে আর্টিকেলটি সংগ্রহ করার মাধ্যমে জেনে নিতে পারবেন। এক্ষেত্রে আমরা আপনাদেরকে আপডেট তথ্যগুলো দিয়ে সাহায্য করবো।
বাংলাদেশের প্রতিটি অঞ্চলে এখন আন্তঃনগর রেল পরিষেবা কিংবা নগর রেল পরিষেবা চালু রয়েছে। এই পরিষেবা চালু করার মাধ্যমে প্রতিটি অঞ্চলের মানুষ যখন রেল পরিবহন গুলোর মাধ্যমে স্কুল কলেজ থেকে শুরু করে যে কোন প্রতিষ্ঠানে প্রতিনিয়ত যাতায়াত করতে পারছে এছাড়াও দৈনন্দিন জীবনে কর্মসংস্থানের উদ্দেশ্যে যারা বিভিন্ন অঞ্চলে গিয়ে থাকেন তারাও সহজেই আন্তঃনগর এ ট্রেনগুলোতে যেতে পারছেন।
বাংলাদেশের প্রতিটি অঞ্চলের মানুষদের কাছ থেকে সীমিত টিকিট মূল্যের মাধ্যমে রেল পরিষেবা প্রদান করা হয়। তাইতো প্রতিটি অঞ্চলে অন্যান্য পরিবহনের তুলনায় রেল পরিবহনের ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। শুধু তাই নয় যাত্রীরা দেশের বিভিন্ন প্রান্তে যাতায়াত করার জন্য আন্তঃনগর এই পরিবহন গুলো ব্যবহার করে থাকে। আন্তঃনগর প্রতিটি রেল পরিবহনে যাত্রীদেরকে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা প্রদান করা হয়। বেশ কিছু ট্রেন রয়েছে যেগুলোতে যাত্রীদেরকে আরামদায়ক ভ্রমণ এর অভিজ্ঞতা প্রদান করার জন্য এসি কিংবা নন এসি সার্ভিস চালু করা হয়েছে এছাড়াও বিশেষ কামরার ব্যবস্থা করা হয়েছে। তাইতো একজন মানুষ চাইলেই নিজের ইচ্ছা এবং রুচি অনুযায়ী চিটিং বা নন এসি সার্ভিস গ্রহণ করে তাদের গন্তব্য স্থলে সহজেই নিরাপদে যেতে পারবে।
চিত্রা এক্সপ্রেস ট্রেনের সময়সূচী
চিত্রা এক্সপ্রেস ট্রেন ঢাকা টু খুলনা পথে চলাচলকারী আন্তঃনগর একটি ট্রেন। এই ট্রেনটিতে প্রতিনিয়ত যে কেউ ঢাকা থেকে খুলনা যাতায়াত করতে পারে। চিত্রা পরিবহনে মূলত যাত্রীদের কে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা প্রদান করা হয়। আন্তঃনগর এই ট্রেনটিতে 12 টি বগি রয়েছে এবং ৭৮১টি সিট রয়েছে। এছাড়াও এসি এবং নন এসি সার্ভিস চালু করা হয়েছে। তাইতো অনেকেই ঢাকা থেকে খুলনা যাওয়ার জন্য এই ট্রেন ব্যবহার করে থাকেন। এজন্য আজকে আমরা চিত্রা এক্সপ্রেস ট্রেনের সময়সূচী সম্পর্কে আপনাদের মাঝে নতুন তথ্যগুলো তুলে ধরব যেগুলো আপনারা চিত্রা এক্সপ্রেস ট্রেনের সময়সূচী সম্পর্কে জেনে নিতে পারবেন। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত চিত্রা এক্সপ্রেস ট্রেনের সকল সময় সিডিউল তুলে ধরা হয়েছে। তাই আর দেরি না করে আপনারা তথ্যগুলো দেখে নিন।
স্টেশনের নাম | ছুটির দিন | ছাড়ায় সময় | পৌছানোর সময় |
ঢাকা টু খুলনা | সোমবার | ১৯ঃ০০ | ০৩ঃ৪০ |
খুলনা টু ঢাকা | সোমবার | ০৯ঃ০০ | ১৭ঃ৫৫ |
চিত্রা এক্সপ্রেস ট্রেনের বিরতিস্থান ও সময়সূচি
বিরতি স্টেশন নাম | খুলনা থেকে (৭৬৩) | ঢাকা থেকে (৭৬৪) |
নওয়াপাড়া | ০৯ঃ৩১ | ০২ঃ৫২ |
যশোর | ১০ঃ০২ | ০২ঃ২০ |
মোবারকগঞ্জ | ১০ঃ৪৭ | — |
কোটচাদপুর | ১১ঃ০০ | ০১ঃ৪১ |
দর্শনা হাট | ১১ঃ২৫ | — |
চুয়াডাঙ্গা | ১১ঃ৪৬ | ০০ঃ৫৫ |
আলমডাঙ্গা | ১২ঃ০৭ | ০০ঃ৩৫ |
পোড়াদহ | ১২ঃ২৪ | ০০ঃ১৬ |
মিরপুর | ১২ঃ৩৭ | — |
ভেড়ামারা | ১২ঃ৪৯ | ২৩ঃ৫৫ |
ঈশ্বরদী | ১৩ঃ১৫ | ২৩ঃ১৫ |
চাট্মোহর | ১৩ঃ৪৮ | ২২ঃ৪৪ |
বড়াল্ব্রীজ | ১৪ঃ০৯ | ২২ঃ২৯ |
উল্লাপাড়া | ১৪ঃ৩০ | ২২ঃ০৯ |
শ,এম,ম,আলী | ১৪ঃ৪৯ | ২১ঃ৫১ |
বঙ্গবন্ধু সেতু পূর্ব | ১৫ঃ৪৫ | ২১ঃ১৫ |
বিমানবন্দর | ১৭ঃ২২ | ১৯ঃ২৭ |
চিত্রা এক্সপ্রেস ট্রেনের ভাড়ার তালিকা
আসন বিভাগ | টিকেটের মূল্য (১৫% ভ্যাট) |
শোভন চেয়ার | ৫০৫ টাকা |
প্রথম সিট | ৬৭০ টাকা |
প্রথম বার্থ | ১০০৫ টাকা |
স্নিগ্ধা | ৮৪০ টাকা |
এসি সিট | ১০০৫ টাকা |
এসি বার্থ | ১৫০৫ টাকা |