রবীন্দ্রনাথ ঠাকুরের প্রেমের উক্তি, রবীন্দ্রনাথ ঠাকুরের সেরা উক্তি

রবীন্দ্রনাথ ঠাকুরের প্রেমের উক্তি: খুবই জনপ্রিয় ও স্বনামধন্য একজন ব্যক্তির কিছু জনপ্রিয় উক্তির বিষয় সম্পর্কে জানিয়ে সহযোগিতা করার উদ্দেশ্যে এই আলোচনা নিয়ে এসেছি। আমরা কথা বলছি রবীন্দ্রনাথ ঠাকুরের বিষয় সম্পর্কে তার কিছু উক্তি রয়েছে যেগুলো খুবই জনপ্রিয় বর্তমান সময়েও এসে এই উক্তিগুলো নিয়ে কথা হয় অনেকেই জানার জন্য অনলাইনে অনুসন্ধান করেন। তবে অন্যান্য বিষয়ের তুলনায় রবীন্দ্রনাথের প্রেমের উক্তিগুলো সম্পর্কে জানার আগ্রহ সব থেকে বেশি লক্ষ্য করা যায় মানুষের মাঝে। তাইতো আমরা আমাদের আলোচনার মাধ্যমে আপনাদের মাঝে তুলে ধরব রবীন্দ্রনাথ ঠাকুরের প্রেমের উক্তি।

বর্তমান জেনারেশন প্রেম সম্পর্কিত বিষয় গুলোর প্রতি খুবই আগ্রহ প্রকাশ করে থাকে। প্রেমের সাথে কবিতার সম্পর্ক রয়েছে । প্রেম নিয়ে লেখা কবিতা গুলো আগ্রহের সাথে পড়তে পছন্দ করে থাকেন সকলেই। আর এই প্রেমকেন্দ্রী কবিতা গুলো লিখেছেন অসংখ্য কবি এর মধ্যে জনপ্রিয় ও আলোচিত কিছু কবিতা রয়েছে যেগুলোর লেখক রয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর। এই ঠাকুর কবিতার পাশাপাশি লিখেছেন উপন্যাস নাটক ছোটগল্প সহ বিশেষ উক্তি । জীবন কেন্দ্রিক বিভিন্ন উক্তির পাশাপাশি রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন প্রেমের কিছু উক্তি আর এই উক্তিগুলো সম্পর্কে জানার জন্যই আমাদের আলোচনায় রয়েছেন অনেককেই।

রবীন্দ্রনাথ ঠাকুর এই বিষয়ের উপর অসংখ্য উক্তি প্রদান করেছেন এর মধ্যে জনপ্রিয় ও ভালো মানের কিছু প্রেমকেন্দ্রিক উক্তি আপনাদের মাঝে তুলে ধরার জন্য নির্বাচন করেছি আমরা। সুতরাং আগ্রহের সাথে আমাদের আলোচনা থেকে প্রেমেন্দ্র কে উক্তিগুলো সম্পর্কে জানবেন নিজেরা জানার পাশাপাশি অন্যকে জানানোর ক্ষেত্রে সহযোগিতা প্রদান করতে পারবেন ।

রবীন্দ্রনাথ ঠাকুরের প্রেমের উক্তি

রবীন্দ্রনাথ ঠাকুর প্রেমের বেশ কিছু উক্তি প্রদান করে গেছেন এর মধ্যে কিছু সংখ্যক উক্তি খুবই জনপ্রিয়তা লাভ করেছে। অনলাইনে এই উক্তিগুলো ব্যাপক অনুসন্ধান হচ্ছে অনেকেই আগ্রহ নিয়ে এমন উক্তিগুলো সংগ্রহ করার উদ্দেশ্যে উপস্থিত হচ্ছেন । রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার মতো তার উক্তিগুলো বহু জনপ্রিয় মানুষের মুখে মুখে এমন উক্তিগুলো শোনা যায় তবে প্রেমের উক্তিগুলো বর্তমান জেনারেশন এর কাছেই।

১. ” প্রেমের দ্বারা চেতনা যে পূর্ণশক্তি লাভ করে সেই পূর্ণতার দ্বারাই সে সীমার মধ্যে অসীমকে, রূপের মধ্যে অপরূপকে দেখতে পায়— তাকে নূতন কোথাও যেতে হয় না । ” —– শান্তিনিকেতন ৮, ২৯

২” ভক্তের দাসত্বে স্বাধীনতা আছে , ভক্তের স্বাধীন দাসত্ব তেমনি প্রকৃত — প্রণয় স্বাধীন প্রণয়।” ——আদর্শ প্রেম – ১

৩. ” ফুল যে কেবল বনের মধ্যেই কাজ করছে তা নয়—মানুষের মনের মধ্যেও তার যেটুকু কাজ তা সে বরাবর করে আসছে । ” ——শান্তিনিকেতন ১১, ১৯

৪. ” আমি রূপে তোমায় ভোলাব না , ভালোবাসায় ভোলাব । / আমি হাত দিয়ে দ্বার খুলব না গো , গান দিয়ে দ্বার খোলাব / ভরাব না ভূষণভারে , সাজাব না ফুলের হারে – / প্রেমকে আমার মালা করে গলায় তোমার দোলাব । ”
(প্রেম -৯০)

রবীন্দ্রনাথ ঠাকুরের সেরা উক্তি

এমন গুণী একজন ব্যক্তির প্রধান উক্তিগুলো আপনাদের মাঝে প্রদান করা হবে আজকের এই প্রতিবেদনটির মাধ্যমে। বিভিন্ন বিষয়ের উপর এই ব্যক্তি তার মতামত প্রদান করেছেন এর মধ্যে বিশেষ গুরুত্বপূর্ণ ও জনপ্রিয়তা লাভ করেছে প্রেম কেন্দ্রিক উক্তিগুলো। এছাড়াও জীবনসহ বিভিন্ন বিষয়ের উপর গুরুত্বপূর্ণ কিছু মতামত প্রদান করেছে পরবর্তী সময়ে এই উক্তিগুলো জনপ্রিয় হয়েছে।

বিনয় একটা অভাবাত্মক গুণ। আমার যে অহংকারের বিষয় আছে এইটে না মনে থাকাই বিনয়, আমাকে যে বিনয় প্রকাশ করিতে হইবে এইটে মনে থাকার নাম বিনয় নহে।”

“অহংটাই পৃথিবীর মধ্যে সকলের চেয়ে বড়ো চোর। সে স্বয়ং ভগবানের সামগ্রীও নিজের বলিয়া দাবি করিতে কুণ্ঠিত হয় না।”

“মানুষ এক দিকে মৃত্যুর অধিকারে, আর-এক দিকে অমৃতে; এক দিকে সে ব্যক্তিগত সীমায়, আর-এক দিকে বিশ্বগত বিরাটে। এই দুয়ের কোনোটাকেই উপেক্ষা করা চলে না।”

“ধর্ম যারা সম্পূর্ণ উপলব্ধি না করিয়া প্রচার করিতে চেষ্টা করে তহারা ক্রমশই ধর্মকে জীবন হইতে দূরে ঠেলিয়া থাকে। ইহারা ধর্মকে বিশেষ গন্ডি আঁকিয়া একটা বিশেষ সীমানার মধ্যে আবদ্ধ করে।”

“ছোট ছোট মুখ জানে না ধরার দুখ, হেসে আসে তোমাদের দ্বারে। নবীণ নয়ন তুলি কৌতুকেতে দুলি দুলি চেয়ে চেয়ে দেখে চারিধারে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button