ঢাকা টু রাজশাহী ট্রেনের সময়সূচী,ভাড়ার তালিকা ও বন্ধের দিন

ভ্রমণ পিপাসু ভাই ও বোনেরা আপনারা যারা ঢাকা থেকে রাজশাহীর উদ্দেশ্যে ভ্রমণ করতে চাচ্ছেন কিংবা কাদের উদ্দেশ্যে যেতে চাচ্ছেন অবশ্যই আপনাদেরকে জানানো হবে আজকের আলোচনা থেকে ঢাকা টু রাজশাহী ট্রেনের সময়সূচী, ভাড়া তালিকায় এবং সাপ্তাহিক বন্ধের দিন সম্পর্কে। আর আপনি যদি এই সকল বিষয় সম্পর্কে জানতে পারেন তাহলে অবশ্যই আপনার যাত্রা খুবই নিরাপদ হবে।

ট্রেনের সকল বয়সের সকল পেশার মানুষ জন ভ্রমণ করতে বেশ পছন্দ করে। আর ট্রেনগুলোর টিকিটের মূল্য খুবই সাশ্রয় হয়ে থাকে অন্যান্য যানবাহনের তুলনায়। ট্রেন মূলত স্টেশন কিংবা দুর্ঘটনা ব্যতীত সচরাচর কথা থামে না। আর তাইতো দ্রুত সময়ের মধ্যে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে ট্রেনের কোন বিকল্প নেই বলে আমরা জানি। এছাড়াও ট্রেনের মধ্যে নানা রকম তো সুযোগ-সুবিধা রয়েছে। আপনি যদি কখনো দীর্ঘ পথ পাড়ি দিতে চান তাহলে অবশ্যই আপনি আপনার বহর হিসেবে ট্রেন রাখতে পারেন। কেননা দীর্ঘ পথ পাড়ি দেওয়ার জন্য ট্রেন খুবই আরামদায়ক এবং নিরাপদ একটি যানবাহনের নাম।

আর যাত্রীদের চাপ বৃদ্ধির ফলে বাংলাদেশ রেলওয়ে মন্ত্রণালয় কর্তৃক বিভিন্ন রূটে ট্রেন চালু করছে। আর আপনি যদি ঢাকা থেকে রাজশাহীর উদ্দেশ্যে যেতে চান অবশ্যই আপনাকে আজকের আলোচনার টু খুবই মনোযোগ সহকারে পড়তে হবে। আর আজকের এই আলোচনায় আপনি যদি ভালোভাবে পড়ে থাকেন তাহলে আপনার জন্য আগাম অনেক কিছু জানা হয়ে থাকবে। তাহলে চলুন আর অপেক্ষা না করে আমরা এ সকল বিষয় নিয়ে আলোচনা করি।

ঢাকা টু রাজশাহী ট্রেনের সময়সূচী ২০২৪

ঢাকা থেকে রাজশাহী ট্রেন নিয়মিত যাত্রীদের নিয়ে চলাচল করে। রাজশাহী থেকে ঢাকার উদ্দেশ্যে যে ট্রেনগুলো যাত্রীদের নিয়ে যাতায়াত করে সে সকল ট্রেনের নাম হলো সিল্ক সিটি এক্সপ্রেস ট্রেন, ধুমকেতু এক্সপ্রেস ট্রেন, বনলতা এক্সপ্রেস ট্রেন ও পদ্মা এক্সপ্রেস ট্রেন। আপনি তো ট্রেনগুলোর নাম সম্পর্কে জেনেই গেলেন। এখন অবশ্যই আপনাদের জেনে নিতে হবে এই ট্রেনগুলোর সময়সূচী অর্থাৎ সাপ্তাহিক বন্ধের দিন ট্রেন ছাড়ার সময় এবং ট্রেন পৌঁছানোর সময় ইত্যাদি বিষয়গুলো।আর আপনাদেরকে জানানোর উদ্দেশ্যে আমরা সুন্দরভাবে টেবিলের মাধ্যমে তা উপস্থাপন করছি। আপনি যাতে করে খুব সহজেই বিষয়গুলো বুঝতে পারেন। নিচের টেবিলটির ফলো করুন এবং দেখে নিন আপনি কোন ট্রেনে যাতায়াত করতে চাচ্ছেন এবং কোন সময় যাতায়াত করতে চাচ্ছেন সে সকল বিষয় সম্পর্কে।

ট্রেনের নাম ছুটির দিন ছাড়ায় সময় পৌছানোর সময়
সিল্কসিটি এক্সপ্রেস (৭৫৩) রবিবার ১৪ঃ৪৫ ২০ঃ৩৫
পদ্মা এক্সপ্রেস (৭৫৯) মঙ্গলবার ২৩ঃ০০ ০৪ঃ৩০
ধূমকেতু এক্সপ্রেস (৭৬৯) শনিবার ০৬ঃ০০ ১১ঃ৪০
বনলতা এক্সপ্রেস (৭৯১) শুক্রবার ১৩ঃ৩০ ১৮ঃ১৫

ঢাকা টু রাজশাহী ট্রেনের ভাড়ার তালিকা ২০২৪

প্রতিদিন হাজার হাজার মানুষ ঢাকা থেকে রাজশাহীর উদ্দেশ্যে যাতায়াত করে থাকে। আর আপনি যদি তাদের একজন হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাকে ভাড়া তালিকা সম্পর্কে জানতে হবে। কেননা ট্রেনের মধ্যে বিভিন্ন রকম আসন রয়েছে যে সকল আসন অনুযায়ী ট্রেনের টিকিটের মূল্য বিভিন্ন রকম হয়ে থাকে। আর তাইতো বলা চলে যে, সকল বয়সের সকল পেশার মানুষজন ট্রেনের মধ্যে বসে যাতায়াত করতে পারে। কেননা; অন্যান্য যানবাহনের তুলনায় ট্রেনের টিকিটের মূল্য খুবই সাশ্রয়। আর আপনারা যারা ট্রেনের ভাড়া তালিকা সম্পর্কে জানতে চাচ্ছেন তারা জেনে নিন ধন্যবাদ।

আসন বিভাগ             টিকিটের মূল্য

শোভন চিয়ার                  ৩৪০ টাকা

স্নিগ্ধা                               ৫৭০ টাকা

এসি                                 ৬৮০ টাকা

এসি বার্থ                           ১০২০ টাকা

সিল্কসিটি এক্সপ্রেস ট্রেন

সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনটি যাত্রীদের নিয়ে সপ্তাহের সাত দিনের মধ্যে ছয় দিনে চলাচল করে থাকে। তবে এর সাপ্তাহিক দিন ঘোষণা করা হয়েছে রোজ রবিবার।

সিল্কসিটির ট্রেনের বিস্তারিত দেখে নিন নজরে:

  • এসি বার্থ – 940 BDT
  • এসি সিট – 630 টাকা
  • স্নিগ্ধা – 625 টাকা
  • শুভন চেয়ার – 315 টাকা

ধুমকেতু এক্সপ্রেস ট্রেন

এই ধুমকেত এক্সপ্রেস ট্রেনটি ঢাকা থেকে রাজশাহীর উদ্দেশ্যে যাত্রীদের নিরাপদে পৌঁছে দেওয়ার লক্ষ্যে সদা সর্বদা সচেষ্টা থাকে। আরে ধুমকেতু এক্সপ্রেস ট্রেনটির সপ্তাহে সাত দিনের মধ্যে ছয় দিনে যাত্রীদের নিয়ে চলাচল করে থাকে। আর এর ২৭ বন্ধের দিন ঘোষনা করা হয়েছে রোজ সোমবার।

ধুমকেতু এক্সপ্রেস ট্রেনের বিস্তারিত এক নজরে

940 BDT (Ac বার্থ) থেকে 315 BDT (শুভন চেয়ার

পদ্মা এক্সপ্রেস ট্রেন

পদ্মা এক্সপ্রেস ট্রেনটি ঢাকা থেকে যাত্রীদের নিয়ে রাজশাহীতে পৌঁছে দেয় নিরাপদ ভাবে। আরে ট্রেনটির ২৭ বন্ধের দিন ঘোষণা করা হয়েছে মঙ্গলবার।

পদ্মা এক্সপ্রেস ট্রেন সম্পর্কে জেনে নিন একনজরে

গন্তব্য শোভন চেয়ার স্নিগ্ধা এসি সিট এসি বার্থ
রাজশাহী/আব্দুলপুর 315 525 630 940
ঈশ্বরদী বাইপাস 270 450 540 805
চাটমোহর 250 415 500 750
বড়লাব্রিজ 245 405 485 725
উল্লাপাড়া 225 375 445 670
জামাতৈল 215 355 425 635
শহীদ এম মনসুর আলী 210 345 415 620
বঙ্গবন্ধু সেতুর পূর্ব দিকে 125 210 250 375
টাঙ্গাইল 105 175 210 315
জয়দেবপুর 40 90 100 120

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button