নন্দন পার্ক টিকেট প্রাইস ২০২৫

সাভারে নবীনগর চন্দ্রা হাইওয়ের বাড়ই পাড়া এলাকায় প্রায় ৩৩ একর জমির উপর নির্মিত হয়েছে নন্দন পার্ক। আর এই নন্দন পার্কের বড় বিশেষত্ব হলো পুরো পার্ক যেন সবুজের সমারোহে ভরপুর। চলতে চলতে যদি ক্লান্ত হয়ে যান তাহলে বিশ্রামের জন্য পেয়ে যাবেন বিভিন্ন আসন। এ পার্কে আরো সংযুক্ত করা হয়েছে আন্তর্জাতিক মানের রাইড, ভিআইপি খাবারের ব্যবস্থা প্রাকৃতিক পরিবেশ সব মিলিয়ে যেন আপনার মন চাইবে বারবার ফিরে আসতে। সাথে রয়েছে সুনিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা ও হকারমুক্ত পরিবেশ।

যেহেতু বাংলাদেশের একটি ব্যস্ততম শহর হচ্ছে ঢাকা। আর এই ঢাকায় অবস্থিত বিভিন্ন মানুষ রয়েছে যারা কিনা একটু এখন শান্তির জন্য সুন্দর একটি পার্কের অনুসন্ধান করে থাকে। আর আপনি যদি তাদের মধ্যে একজন হয়ে থাকেন তাহলে আপনি জেনে নিতে পারবেন ঢাকায় অবস্থিত সাভারের নবীনগর চন্দ্রা হাইওয়ের পাশে বাইপাস নন্দন পার্ক।

নন্দন পার্কের বিভিন্ন রাইড

আন্তর্জাতিক বিভিন্ন রাইড সংযুক্ত করা হয়েছে নন্দন পার্কে। আর বিভিন্ন বিদেশি রাইডের সমন্বয় কিন্তু নন্দন পার্কের সৌন্দর্য্যবর্ধন করা হয়েছে। এখানে যে সকল রাইটগুলো রয়েছে তা উল্লেখ করা হলো: কেবল কার, ওয়েবপুল, জিপস ফ্লাইট, রক ক্লাই মোরিং, মন রেকার, কাটার পিলার, আইসল্যান্ড ও প্যাটেল বোর্ড। এছাড়াও আপনি আকর্ষনীয় রাইডের জন্য পাচ্ছেন ওয়াটার ওয়ার্ল্ড।

নন্দন পার্কের প্রবেশ মূল্য ২০২৫

আপনারা যারা নন্দন পার্কে বিভিন্ন রকম রাইড নিতে চাচ্ছেন তারা চাইলে নন্দন পার্কের প্রবেশ মূল্য ২০২৫ সম্পর্কে জেনে নিতে পারেন। নন্দন পার্কে প্রবেশের জন্য আপনাকে ৯০ টাকা গুনতে হবে। পার্কে প্রবেশ মূল্য সহ ওয়াটার ওয়ার্ল্ডের রাইড সহ মিলিয়ে আপনাকে ২০০ টাকা দিয়ে টিকিট সংগ্রহ করতে হবে। আর বাদবাকি যে সমস্ত রাইট রয়েছে সে সমস্ত রাইড এর জন্য আপনাকে ১৫০ টাকা করে গুনতে হবে। এছাড়াও আপনি পার্কে প্রবেশের পর সেখান থেকে বিভিন্ন রকম রাইড এর টিকিট আলাদাভাবে সংগ্রহ করতে পারবেন। আর তখন টিকিটের মূল্য খুবই কম।

নন্দন পার্ক বন্ধের দিন ২০২৫

আপনারা যারা একটু প্রশান্তির জন্য নন্দন পার্কে যেতে চাচ্ছেন তাদের অবশ্যই জেনে নিতে হবে নন্দন পার্ক কি বার করে বন্ধ থাকে। এছাড়াও আপনি জেনে নিতে পারবেন কখন কখন পড়ে নন্দন পার্ক বন্ধ থাকে। রবিবার থেকে বৃহস্পতিবার সকাল 11 টা থেকে রাত ৮ঃ০০ টা পর্যন্ত নন্দল পার্ক খোলা থাকে। শুধু শুক্রবার সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত নন্দন পার্ক খোলা থাকে। তাহলে এ থেকে বোঝা গেল যে সপ্তাহে সাত দিনই কিন্তু নন্দন পার্ক খোলা থাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button