ছুলি দূর করার ক্রিমের নাম

হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা আজকে আবারো একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে হাজির হয়েছি, আপনাদের মাঝে যা আপনারাই ইতিমধ্যে অনেকেই আমাদেরকে কমেন্ট করে জানিয়েছেন, এই বিষয়টি নিয়ে একটি কনটেন্ট ওয়েবসাইটে দেওয়ার জন্য, আর সেই টপিকটি হলো ছুলি দূর করার ক্রিমের নাম ছুলি হচ্ছে এক প্রকার দাগ যা এই দাগ শরীরের যে কোন জায়গায় হয়ে থাকে। আর এই দাগ দূর করার জন্য অনেকেই বিভিন্ন ধরনের ক্রিম ইউজ করে থাকে। তবে আপনি ছুলি দাগ দূর করার জন্য ঘরোয়া পদ্ধতি অবলম্বন করে দূর করতে পারবেন।

ছুলি ছলম সইদ কদম এক একটি এলাকায় একেক রকম এই দাগের নাম এটি মূলত ত্বকের একটি সমস্যা এই সমস্যাটি হয়ে থাকে ছত্রাক সংক্রমণের কারণে, অর্থাৎ অনেক সময় দেখা যায় যে একেক রুমে অনেকজন লোক বসবাস করে। এবং অপরিচ্ছন্নতা থাকার ফলে এই রোগটি হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আর এই রোগটি শরীরে যে জায়গাগুলো বাইর হয়ে থাকে সে জায়গায় গুলোই তে এই রোগ হয়ে থাকে।

ছুলি এই দাগটি কখন হয়

ছুলি দাগ কখন হয় তা কিন্তু জানা একটি অতীব জরুরী বিষয় ছুলি দাগ গরম আবহাওয়া ও বর্ষার স্যাত স্যাতে আবহাওয়া এ রোগের সংক্রমণ বেশি হয়ে থাকে। এছাড়া দীর্ঘদিন অপরিষ্কার অবস্থায় বসবাস করলে এই দাগ দেখা যায় এবং শরীরে যদি রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় তাহলেও এই দাগগুলো দেখা যায়।

ছুলি দাগ দূর করার প্রাকৃতিক উপায়

ছুলি দাগ আপনি প্রাকৃতিক উপায়ে দূর করতে পারবেন ছুলি দাগ দূর করার জন্য আপনাকে কিছু প্রাকৃতিক উপায়ে ট্রাই করতে হবে। তবে আপনি যদি ভালোভাবে ট্রাই করেন তাহলে  ‍ছুলি দাগ ধীরে ধীরে আপনার শরীর থেকে দূর হয়ে যাবে, আমরা সেই প্রাকৃতিক উপাদান গুলো নিচে তুলে ধরেছি।

নারকেল তেল

নারকেল তেল আমাদের শরীরের জন্য একটি গুরুত্বপূর্ণ উপাদান আমরা নারকেল তেল ব্যবহার করে থাকি, অনেকজনেই কিন্তু নারিকেল তেলে যে প্রাকৃতিক উপাদান রয়েছে তা অনেকেই হয়তো অজানা আপনি যে  দাগ গুলো রয়েছে। সে দাগগুলোতে প্রতিদিন দিনের দুবার নারকেল তেল দিয়ে যদি মালিশ করেন, দেখবেন কিছুদিনের মধ্যে আপনার দাগগুলো ধীরে ধীরে দূর হয়ে যাচ্ছে। তবে অবশ্যই রাতে ঘুমানোর আগে নারকেল তেল যে জায়গাগুলোতে দাগ রয়েছে তাতে লাগিয়ে ঘুমাবেন।

লেবুর রস
লেবুর রসের প্রাকৃতিক ব্লিস রয়েছে, আর লেবুর রস ত্বকের জন্য যে কত বড় উপকার করে তা আমরা প্রত্যেকেই জানি আপনি লেবুর রস দাগ স্থানে ভালোভাবে মালিশ করবেন। এভাবে 15 থেকে 20 মিনিট রেখে দিবেন। তারপর হালকা গরম পানি দিয়ে ফেলবেন অন্তত প্রতিদিন এটি দুবার করবেন এবং বিশেষ করে এই প্রক্রিয়াটি অন্তত একমাস প্রতিদিন করবেন।

টমেটোর রস

আপনি বাজারে গিয়ে দেখবেন যে দোকানে বড় টসটসে ভালো পাকা টমেটো তা কিনবেন এবং এরপর বাসায় এনে ভালোভাবে পরিষ্কার করবেন। এরপর সেটি চটকে নিয়ে আক্রান্ত স্থানে লাগাবেন। তবে হ্যাঁ তোরজানি দিয়ে ভালোভাবে আক্রান্ত স্থানে মালিশ করবেন, ১৫ থেকে ২০ মিনিট পর ধুয়ে ফেলবেন। ধোয়ার সময় সাবান ব্যবহার করবেন না এই বিষয়টি অবশ্যই মাথায় রাখবেন বি কেয়ারফুল।

টক দই
আমরা সবাই জানি যে টক দই হচ্ছে ত্বকের জন্য সবচেয়ে বড় উপকারী একটি উপাদান আপনি প্রতিদিন আক্রমণ জায়গায় কটন বাড় দিয়ে প্রতিদিন দাগ স্থানে লাগাবেন 15-20 মিনিট পর গরম পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে দিনে তিন থেকে চারবার করতে হবে।

অ্যালোভেরা

অ্যালোভেরা ত্বকের নানাবিদ চিকিৎসা ও চর্চার মতো অ্যালোভেরার ছুলি দূর করতে বেশ কার্যকর এলোভেরা জেলি বের করে আক্রান্ত স্থানে ভালোভাবে লাগিয়ে রাখুন, অন্তত ১৫ থেকে ২০ মিনিট এরপর ঠাণ্ডা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে ফেলুন।

পেঁয়াজ

পেয়াজ এ যে উপাদান রয়েছে তা ছুলি দাগ দূর করার জন্য একটি কার্যকর ভূমিকা রাখে, আপনি একটি বড়সড়ো পেয়ার বেছে নিয়ে কাটবেন এরপর অর্ধেক অংশ হতে নিয়ে আক্রান্ত স্থানে কিছুক্ষণ মালিশ করবেন দিনে দুই তিনবার এভাবে অন্তত পৌর থেকে ২০ দিন পরে দেখবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button