শুভ মহাসপ্তমী দুর্গা পূজা ২০২৪ শুভেচ্ছা, স্ট্যাটাস, পিকচার, SMS, কিছু কথা

শারদীয় দূর্গা পূজা উপলক্ষে সবাইকে জানাই দূর্গা পূজার শুভেচ্ছা ও অভিনন্দন। সনাতন ধর্মালম্বীদের মধ্যে সবচেয়ে বড় ধর্মীয় উৎসব আছে দুর্গাপূজা। আর এই দুর্গাপূজা উপলক্ষে অনেক জনের মাঝেই নানারকম আনন্দের বিরাজ বহমান থাকে। দেখতে দেখতে আরেকটি বছর এলো দূর্গা পূজা পালন করার। আর এই দুর্গাপূজা ঘিরে মানুষদের মাঝে নানা রকম উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। আর তাইতো অনেকজনই অনলাইনের মাধ্যমে মহা সপ্তমীর শুভেচ্ছা বার্তা, শুভেচ্ছা কার্ড, পিকচার, ফেসবুকে স্ট্যাটাস ও ফেসবুক ক্যাপশন ২০২৪ সম্পর্কে জানতে চায়। আর তাদেরকে জানানোর জন্য মূলত আজকের এই পোষ্টের আয়োজন করা হয়েছে।

হিন্দুদের বারো মাসে তেরো পার্বণ তারা পালন করে থাকে। এরমধ্যে সবচেয়ে বড় যে উৎসবটি সেটা হচ্ছে দুর্গাপূজা। আর এই দুর্গাপূজাকে কেন্দ্র করে এক মাস থেকেই দূর্গা পূজার জন্য নানারকম আয়োজন মণ্ডপ এবং ডেকোরেশনে ভরপুর করে বিভিন্ন কেন্দ্রীয় ধর্মীয় পর্যায় সহ গ্রাম পর্যায়ের সকল ধর্মীয় প্রতিষ্ঠানগুলো। তারা মূলত নিজেদের মধ্যে হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে এই পূজাকে যেন কেন্দ্র করে নিজের মধ্যে অন্যরকম একটা আনন্দ তৈরি করে।

বিশেষ করে ভারতে দুর্গাপূজাকে কেন্দ্র করে নানা রকম উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন জায়গায় মেলা বসে। আর এই সময় দেখা যায় যে বিভিন্ন রকম দোকানপাট দুর্গাপূজাকে কেন্দ্র করে গরে ওঠে। দুর্গাপূজা যেন হিন্দু ধর্মের মধ্যে সবচেয়ে বড় একটি উৎসব। আর তাইতো এই দুর্গাপূজাকে কেন্দ্র করে তারা নানা রকম সাজে সজ্জিত হয়। আপনি যদি একজন সনাতন ধর্মালম্বী ব্যক্তি হয়ে থাকে তাহলে আজকের আলোচনা শুধু আপনার জন্য।

মহাসপ্তমীর শুভেচ্ছা কার্ড ২০২৪

মহা সপ্তমী উপলক্ষে যারা বিভিন্ন রকম কার্ড ডিজাইন করতে চাচ্ছেন। তারা চাইলে আজকের এই আর্টিকেল এর মাধ্যমে ডিজাইনের সম্মুখ ধারণা নিতে পারে। অনেক হিন্দু ধর্মের মধ্যেই নামিদামি মানুষ রয়েছে যারা কিনা অন্যদের মাঝে কার্ড বিতরণ করে। তারাই কার্ডের ডিজাইনগুলো কোথায় থেকে পাবে এবং কিভাবে পাবে এ বিষয়ে তারা অবগত নয়। আর তাদেরকে জানানোর জন্য আমরা এখানে বিভিন্ন জায়গা থেকে কালেকশন করে মহা সপ্তমীর শুভেচ্ছা কার্ড ২০২৪ নিয়ে এসেছি। আপনি আপনার চাহিদা অনুযায়ী এই কার্ডগুলো ডিজাইন কপি করে নিতে পারেন ধন্যবাদ।

  • রঙিন হয়ে উঠুক আপনার জীবন। মা দুর্গার ঐশ্বরিক কৃপা সবসময় আপনার সঙ্গে থাকুক।
  • মা-এর আশীর্বাদে আপনার জীবনে ভরে উঠুক প্রেম, সুখ ও সমৃদ্ধি।
  • মহাসপ্তমীর বিশেষ অনুষ্ঠানে, মা দুর্গার আশীর্বাদ আপনার বাড়িতে সুখ ও সমৃদ্ধি আনুক।
  • দুর্গাপুজোর প্রাণবন্ত রং আপনার জীবন আলোয় ভরিয়ে তুলুক। এই উৎসব মুহূর্তে প্রতিটা ক্ষণ উপভোগ করুন সেই কামনাই করি।
  • আপনার জীবনে মা দুর্গার উপস্থিতি সাহস, ভালোবাসা এবং সীমাহীন সুখ নিয়ে আসুক। শুভ শারদীয়া।
  • মা দুর্গার আশীর্বাদ, পরিবারের ভালোবাসা এবং বন্ধুদের উষ্ণতায় ভরা দুর্গাপুজোর শুভেচ্ছা।

মহাসপ্তমীর ফেসবুক ক্যাপশন ২০২৪

অনেকেই রয়েছে যারা ফেসবুকের মধ্যে সারাদিন পড়ে থাকে। এরমধ্যে অনেকজনই সনাতন ধর্মলম্বী ব্যক্তি রয়েছে যারা কেনা দুর্গাপূজা উপলক্ষে মহা সপ্তমীর ফেসবুক ক্যাপশন গুলো বন্ধু-বান্ধবদের মাঝে শেয়ার করতে পছন্দ করে। আপনার যারা বাংলা ভাষাভাষী আলোচনা আছেন তারা চাইলে আজকের এই আলোচনা থেকেই মহাসপ্তমীর ফেসবুক ক্যাপশন গুলো কপি করি আপনার বন্ধুবান্ধবের মাঝে শেয়ার করতে পারেন। আমরা এখানেই মহা সপ্তমীর ফেসবুক ক্যাপশনে অন্যান্য কালেকশন তুলে ধরছি।

  • ঢাকের তালে, শিউলির মিষ্টি সুবাসে ভরা দুর্গাপুজোর অনেক অনেক শুভেচ্ছা জানাই আপনাকে।
  • মা দুর্গার আশীর্বাদ আপনার জীবনকে সুখ, সমৃদ্ধি এবং সৌভাগ্য দিয়ে পূর্ণ করুক। শুভ শারদীয়া।
  • দুর্গাপুজো উপলক্ষে মা দুর্গা আপনাকে শক্তি ও সাহস প্রদান করুক। দুর্গাপুজোর প্রীতি ও শুভেচ্ছা।
  • মা দুর্গা আপনাকে জ্ঞান দিয়ে ক্ষমতায়ন করুক এবং সমস্ত প্রতিকূলতার সঙ্গে লড়াই করার সাহস দিক।
  • পরিবার-প্রিয়জন একত্রিত হয়ে এই মহোৎসব উদযাপন করুন। আনন্দে কাটান প্রতিটা মুহূর্ত।

মহা সপ্তমীর ফেসবুকে স্ট্যাটাস ২০২৪

অনেকেই রয়েছে যারা কিনা ফেসবুকে স্ট্যাটাস দিতে পছন্দ করে। তারা এই দুর্গাপূজা উপলক্ষে মহাসপ্তমীর ফেসবুকে স্ট্যাটাস গুলো খুজে থাকে। আপনাকে কষ্ট করে অন্য কোন ওয়েব সাইটে যেতে হবে না আপনি চাইলে আমাদের এই ওয়েবসাইটের মাধ্যমে দুর্গাপূজা উপলক্ষে মহা সপ্তমীর ফেসবুকের স্ট্যাটাস ২০২৪ গুলো কপি করে নিতে পারেন ধন্যবাদ।

  • ১০। পূজার পাঁচদিন কাটুক আনন্দের সাথে, ধনী-দরিদ্র্য সব ভেদাভাভেদ ভুলে সবাই এক সাথে মায়ের আরাধনার মেতে উঠি। শারদ শুভেচ্ছা।
  • ১১। ভেদাভেদ দূর করে সকলে এক সাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলার প্রতিজ্ঞা করি এই শারদে। শুভ শারদীয়া।
  • ১২। তোমার অন্তরের ধনী-দরিদ্র্যের ব্যবধান দূর হোক। সকলকে সমান চোখে দেখার মনোভাব তৈরি হোক আমাদের। দুর্গা পূজার শুভেচ্ছা।
  • ১৩। মা দুর্গা জননী, মায়ের পায়ে হোক আমাদের আশ্রয়। তিনি আমাদের সকল দুর্দশা দূর করুক। শারদের শুভেচ্ছা।
  • ১৪। সকল দুঃখ দূর হয়ে ঢাকের তালে নেচে ‍উঠুক মন, বর্ষার শেষে শারদ বার্তা নিয়ে মায়ের আগমন। শুভ শারদীয়া।
  • ১৫। আমাদের কর্ম হোক সত্য, চিন্তা হোক শুদ্ধ, বিচার হোক ন্যায়নিষ্ঠ্য। মায়ের কৃপায় আলোকিত মানুষ হয়ে উঠি আমরা। দুর্গা পূজার শুভেচ্ছা।

মহা সপ্তমীর শুভেচ্ছা বার্তা ২০২৪

যারা মুঠোফোনের মাধ্যমে কিংবা স্মার্টফোনের মাধ্যমে মহা সপ্তমীর শুভেচ্ছা বার্তা গুলো প্রেরণ করতে চাচ্ছে। কিন্তু সেখানে কি কি বিষয়ের উপর লেখালেখি সে বিষয় জানে না। তারা চাইলে আজকের এই আলোচনা থেকেই মহাসপ্তমীর শুভেচ্ছা বার্তাগুলো কপি করেই বন্ধুবান্ধবের মাঝে ছড়িয়ে দিতে পারে ধন্যবাদ।

  • ৩। অশুভর বিনাশ হোক সপ্তমীর  ছোঁয়ায়। স্বচ্ছতা আসুক মনে প্রাণে। মায়ের কৃপায় আলোকিত হোক জীবন। মহাসপ্তমীর শুভেচ্ছা।
  • ৪। সপ্তমীতে হোক নতুন সংকল্প, হাসিখুশি থাকুক আমাদের মন। অশুভ চিন্তার বিনাশ ঘটুক এই সপ্তমীতে। শুভেচ্ছা জানবে।
  • ৫। আশ্বিনে মায়ের আগমনে মনের সব অশুভ চিন্তা দূর হয়ে শুভ চিন্তার উদয় হোক। শারদীয় দুর্গা পূজার প্রীতি শুভেচ্ছা রইল।
  • ৬। মায়ের চরণ স্পর্শে সকল দুঃখ কষ্ট দূর হয়ে সুখ আসুক জীবনে। শান্তি আসুক মনে। মায়ের আশির্বাদে সুখী হোক সবাই। দুর্গা পূজার শুভেচ্ছা রইল।
  • ৭। বছর পরে আবার এসছে সপ্তমীর ডাক , ঢাকের তালে নেচে ওঠুক মন, সকল দুঃখ দূর হোক মায়ের কৃপায়। দুর্গা পূজার শুভেচ্ছা।
  • ৮। জগৎ জননী মায়ের আশির্বাদে মনের সব কষ্ট দূর হয়ে আনন্দ আসুক জীবনে। শারদীয় দুর্গা পূজার অনেক অনেক শুভেচ্ছা ও শুভ কামনা জানাই।
  • ৯। বছর ঘুরে আবার হলো মায়ের আগমন, মায়ের চরণ স্পর্শে সুখের ছোঁয়া লাগুক জীবনে। শারদ শুভেচ্ছা।

মহা সপ্তমীর এসএমএস ২০২৪

অনেকেই রয়েছে যারা মহা সপ্তমীর এসএমএস বন্ধু-বান্ধবের মাঝে ছড়িয়ে দিতে চায়। কিন্তু এই নতুন কালেকশন গুলো কোথা থেকে পাবে তারাই বিষয় জানে না। আমরা এখানে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকম নতুন কালেকশন নিয়ে এসেছি। যাতে করে আপনার উপকার হয় সে বিষয়ে আমরা খেয়াল রাখছি। আপনি চাইলে মহাসপ্তমীর এসএমএস করো এখান থেকে কপি করে নিতে পারেন ধন্যবাদ।

  • ১১। জগৎ এর দুঃখ দুর্দশা লাঘব করতে মর্তে হোল মায়ের আগমন, সবাই মিলে মহা ষষ্ঠীতে মাকে করে নেই বরণ। দূর্গা পূজার অনেক অনেক শুভেচ্ছা ও শুভ কামনা রইলো।
  • ১২। এই সপ্তমীতে  আপনার জী্বন আলোকিত হোক, অন্ধকার, জরা জীর্ণতা মুছে আনন্দে ভরে উঠুক মন প্রাণ। দেবী মায়ের কৃপা বর্ষিত হোক আপনার জীবনে। শারদীয় শুভেচ্ছা ।
  • ১৩। দূর্গা পূজার আবহে মনের জড়তা দূর হোক। আধার কেটে আলো আসুক। মায়ের কৃপা বর্ষিত হোক । সপ্তমীর পূজার শুভেচ্ছা।
  • ১৪। রক্তিম শিউলি আর শুভ্র কাশ ফুলের দোলায় আন্দলিত হোক মন মন। মায়ের আগমনে নেচে উঠুক প্রাণ। প্রফুল্লতা আসুক জীবনে। সপ্তমীর শুভেচ্ছা।
  • ১৫। শরতের মেঘের দোলায় চেপে আসছে মা আমাদের দুঃখ দুর্দশা দূর করতে। মায়ের চরণে হোক আমাদের আশ্রয়। দূর্গার মহাসপ্তমীর  শুভেচ্ছা রইল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button