শুভ মহাষ্টমী দুর্গা পূজা ২০২৪ শুভেচ্ছা, স্ট্যাটাস, পিকচার, SMS, কিছু কথা

দুর্গাপূজা সনাতন ধর্মালম্বী ব্যক্তিদের কাছে সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান হিসেবে ধরা হয়ে থাকে। আর দুর্গাপূজার আয়োজন প্রতিবছরে সবচেয়ে বড়সড় ভাবে করা হয়ে থাকে। আপনি যদি আপনার প্রিয়জনকে কিংবা বন্ধু-বান্ধবদের মাঝে কিংবা আত্মীয়-স্বজনদের মাঝে দুর্গা পূজা উপলক্ষে শুভ মহা অষ্টমী দুর্গাপূজা শুভেচ্ছা বার্তা ফেসবুক স্ট্যাটাস ফেসবুক ক্যাপশন ও কিছু কথা ২০২৪ পাঠাতে চান তাহলে আজকের আলোচনা শুধু আপনারই জন্য।

কাজেই আপনার পূজার আনন্দ বাড়িয়ে দিতে প্রিয়জনদের সাথে দূর্গা পূজার শুভেচ্ছা বিনিময়ের জন্য আমাদের এই ছোট প্রচেষ্টা মাত্র। আর আপনাদের জন্য আমরা এখানে অনেকগুলো নতুন নতুন কালেকশন যুক্ত করছি যাতে করে আপনারা এসব দেখে অনেক খুশি হন।

শুভ মহাষ্টমীর শুভেচ্ছা বার্তা ২০২৪

দেখতে দেখতে আবারো একটি দুর্গাপূজা আপনাদের সামনে এসে হাজির হলো। আপনার দ্বারা সনাতন ধর্মাবলম্বী ব্যক্তিবর্গ রয়েছে তারা মূলত অনলাইনের মাধ্যমে শুভ মহাষ্টমীর শুভেচ্ছা বার্তা ২০২৪ সম্পর্কে সার্চ করে। কিন্তু কোথাও নিত্য নতুন তথ্য খুঁজে পায় না বিধায় আমাদের এই ওয়েবসাইটে আসছে। আমরা আপনাদের নিরাশ করবো না। আমাদের এই ওয়েবসাইট থেকে আপনারা শুভ মহা অষ্টমীর শুভেচ্ছা বার্তা গুলো খুব সহজেই কপি করতে পারবেন।

শিউলি ফুলের সুবাস নিয়ে শরৎ এলো চলে
খোলা মাঠে কাশ ফুল, হাওয়ার তালে দোলে,
রঙিন আলো চারপাশে মাতিয়ে দিলো মন
শুরু হলো মায়ের পূজোর সেই শুভক্ষণ !!
*-* শুভ শারদীয় শুভেচ্ছা *-*

শরৎ মেঘে ভাসলো ভেলা
কাঁশ ফুলেতে লাগলো দোলা,
ঢাকের উপর পড়ুক কাঁঠি
পুজো কাটুক ফাটাফাটি !
* মহা অষ্টমীর শুভেচ্ছা *

হিমের পরশ লাগে প্রানে
শারদীয়ার আগমনে,
আগমনীর খবর পেয়ে
বনের পাখি উঠলো গেয়ে,
শিশিরভেজা নতুন ভোরে
মা আসছে আলো করে !!
** শারদীয়ার শুভেচ্ছা **

নীল আকাশের মেঘের ভেলা
পদ্মা ফুলের পাপড়ি মেলে,
ঢাকের তালে কাশের খেলা
আনন্দে কাটুক শারদবেলা !!
*** শারদীয় শুভোচ্ছা ***

শুভ মহাষ্টমীর ফেসবুক ক্যাপশন ২০২৪

আপনারা যারা ফেসবুকে ক্যাপশন দিতে পছন্দ করেন তারা চাইলে আমাদের এই ওয়েবসাইট থেকে অসংখ্য ফেসবুক ক্যাপশন গুলো ডাউনলোড করতে পারেন। কিংবা চাইলে আপনি এসব শুভ মহাষ্টমীর ফেসবুক ক্যাপশন গুলো কপি করতে পারেন। যেহেতু আপনাদের সামনে দুর্গাপূজা এসে হাজির হয়েছে সেহেতু আপনাদের এসব প্রয়োজনীয় জিনিস প্রয়োজনে সেটা আমরা জানি। আর তাইতো আপনাদের দিক বিবেচনা করে আমরা বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করি আমাদের সংগ্রহশালায় রাখছি। আর এসব ফেসবুক ক্যাপশন গুলো আপনার বন্ধুবান্ধবদের মাঝে বেশি বেশি করে শেয়ার করুন ধন্যবাদ।

আসছে বছর আবার হবে
গত বছর বলেছিলে,
তাইতো আবার মা দিয়েছে সারা
খুশিতে হয়েছে ভুবন মাতোয়ারা !!
** শুভ শারদীয়া **

বছর ঘুরে এলো এবার আশ্বিনেরি বেলা
আকাশ ঘিরে সাদা মেঘের লুকোচুরি খেলা
কেউ পরবে নতুন জামা, মাথায় লাল ফিতে
আনন্দেরই জোয়ার বইছে মাটির পৃথিবীতে
** শুভ দূর্গা পূজা **

শরৎকালের রোদের ঝিলিক
শিউলি ফুলের গন্ধ,
মা এসেছে ঘরে তাই
মনে অনেক আনন্দ !!
*-* হ্যাপি দুর্গা পূজা *-*

ষষ্ঠিতে থাকে নতুন ছোঁয়া
সপ্তমী হোক শিশির ধোয়া,
অঞ্জলি দাও অষ্টমিতে
ঘোরা-ফেরা নবমীতে,
দশমীতে হোক মিষ্টি মুখ
পুজো তোমার খুব জমুক !!
*-* শারদীয় শুভেচ্ছা *-*

শরৎকাল, হিমেল হাওয়া
আনমনে তাই হারিয়ে যাওয়া,
কাশফুল আর ঢাকের তালে
শিউলি দোলে ডালে-ডালে,
মা এসেছে বছর ঘুরে
পূজোর হাওয়া তাই জগৎ জুড়ে !!
*-* মহা অষ্টমীর শুভেচ্ছা *-*

শুভ মহাষ্টমীর শুভেচ্ছা কার্ড ২০২৪

যারা শুভ মহাষ্টমীর শুভেচ্ছা কার্ডগুলো বানাতে চাচ্ছেন কিংবা পোস্টার আকারে বিভিন্ন জায়গায় লাগাতে চাচ্ছেন তারা মূলত এখান থেকে আইডিয়া নিতে পারেন। আমরা এখানে বিভিন্ন ডিজাইনের শুভ মহাষ্টমীর শুভেচ্ছা কার্ডগুলো দিয়ে রেখেছি যাতে করে আপনাদের অপছন্দের কোন কারণ না থাকে। আর তাইতো আপনারা চাইলে এখানে শুভ মহাষ্টমী শুভেচ্ছা কার্ড ২০২৪ ইমেজ গুলো ডাউনলোড করতে পারেন ধন্যবাদ।

ঢাকেতে পরেছে কাঠি
পূজো হবে ফাটাফাটি,
পূজো-পূজো কত আশা
ইচ্ছে পূরণের অভিলাশা !!
*** শুভ অষ্টমী ***

নীল আকাশে মেঘের ভেলা
পদ্ম ফুলের পাপড়ি মেলা,
ঢাকের তালে কাঁশের খেলা
আনন্দে কাটুক সারা বেলা !!
== শারদীয় শুভেচ্ছা ==

বাজলো সূর ঢাকের তালে
মা এসেছেন শরৎকালে,
ভেজা তুলোর মেঘের ভেলা
কাটছে সময়, কাটছে বেলা।
ভাবনা চিন্তা না করে
মাকে নাও আপন করে !!
*-* শারদীয় শুভেচ্ছা *-*

আজ দূর্গা রূপে এসেছেন মা ঘরে
গ্রাম থেকে সুখের অমৃত ঝরে,
মহা অষ্টমীতে দেবী মহামায়া
মায়েতে মোহিত আজ সারা দুনিয়া !!
** শুভ শারদীয়া **

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button