শুভ বিজয়া দশমী দুর্গা পূজা ২০২৪ শুভেচ্ছা, স্ট্যাটাস, পিকচার, SMS, কিছু কথা

আপনাদের কে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়ে আজকের এই আলোচনা শুরু করা যাচ্ছে। দেখতে দেখতে আবারো আপনাদের সামনে শারদীয় দুর্গাপূজা এসে দরজায় কড়া নাড়ছে। আর অনেকেই এই শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নিজেদেরকে নানা রঙ্গে রাঙ্গিয়ে তুলতেছে। সনাতন ধর্মলম্বীদের কাছে সবচেয়ে বড় ধর্মীয় সব হচ্ছে দুর্গাপূজা। আর এই দুর্গাপূজাকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় বিভিন্ন দোকানপাটসহ বিভিন্ন রকম মেলা বসে।

বাংলাদেশ সহ ভারতের সব জায়গায় মূলত এই দুর্গাপূজার উৎসব বিরাজ করে। দুর্গা পূজাকে কেন্দ্র করে বিভিন্ন মন্ডপে মন্ডপে একমাস আগে থেকেই বিভিন্ন মন্ডপ ডেকোরেশন দিয়ে সজ্জিত করে এবং ঠাকুর গুলোকে নতুন রূপে রূপ প্রদান করে। যদিও সনাতন ধর্মাবলম্বীদের কাছে দুর্গাপূজার সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। আরে উৎসবকে সবার মাঝে বিলিয়ে নিজের মধ্যে একটা আনন্দ নিয়ে আশাতে তারা অনেক পরিশ্রম করে যায়। আর এভাবে নিজেদের মধ্যে সম্প্রীতি বজায় রাখে।

আর আপনারা যারা অনলাইনের মাধ্যমে শুভ বিজয়া দশমী দুর্গাপূজা ২০২৪ শুভেচ্ছা বার্তা, শুভেচ্ছা স্ট্যাটাস, ফেসবুকে স্ট্যাটাস, পিকচার, এসএমএস ও কিছু কথা সম্পর্কে জানতে চাচ্ছেন তারা চাইলেই আজকের এই আলোচনা থেকে জেনে নিতে পারবেন। যেহেতু সামনে দুর্গাপূজা উদযাপন হবে সেহেতু অনেক জন এই অনলাইনের মাধ্যমে বন্ধু-বান্ধবদের মাঝে দুর্গাপূজার আনন্দ ভাগাভাগি করে নিতে বেশ পছন্দ করে। আর আপনিও যদি তাদের একজন হয়ে থাকেন তাহলে আপনি সঠিক জায়গায় এসেছেন তাহলে জেনে নিন আপনাদের কাঙ্খিত তথ্যটি ধন্যবাদ।

শুভ বিজয়া দশমী ফেসবুক স্ট্যাটাস ২০২৪

আপনারা যারা অনলাইনের মাধ্যমে শুভ বিজয়া দশমীর ফেসবুক স্ট্যাটাস ২০২৪ সম্পর্কে জানতে চাচ্ছেন। তারা চাইলে আজকের এই আলোচনা থেকে শুভ বিজয়া দশমীর ফেসবুকে স্ট্যাটাস গুলো কপি করে নিতে পারেন এবং বেশি বেশি করে বন্ধুবান্ধবদের মাঝে শেয়ার করতে পারেন। আমরা বিভিন্ন জায়গা থেকেই আপনাদের জন্য নিত্য নতুন কালেকশন রেখেছি যাতে করে আপনারা এসব বন্ধু-বান্ধবের মাঝে শেয়ার করতে বেশ স্বাচ্ছন্দ বাদ মনে করেন।

  • ঢাকের কাঠির মিষ্টি রেশ,
    পূজা এবার হোল শেষ ।
    নুতন আশাই বাঁধি বুক,
    সবার ইচ্ছে পূরণ হোক।
    আসছে বছর আবার হবে,
    কে জানে কে কোথায় রবে।
    শুভ বিজয়া
  • ঢাকের উপার ছিল কাঠি,
    পূজা হল জমজমমাটি।
    আজ মায়ের ফেরার পালা,
    জানাই তাই এই বেলা।
    শুভ বিজায়া।
  • বাজে ঢোল বাজে ধাক,
    শুনে সবার লাগে তাক।
    বিসর্জনে সবাই যাবে,
    হাসি কান্না দুই পাবে।
    সুখ দুঃখ মিলে মিশে
    শুভ বিজয়া জানাই শেষে।
  • পূজো মানেই আনন্দ সুখ,
    পুজো মানেই আড্ডা।
    পূজোর দিনে আপন মনে গেয়ে ওঠে মনটা।
    ষষ্ঠী থেকে দশমী যখন পেরিয়ে যায়,
    ব্যাকুল হৃদয় বছর জুড়ে থাকে অপেক্ষায়।
    শুভ দূর্গা পূজা.. ভালো কাটুক সবার।

শুভ বিজয়া দশমী facebook ক্যাপশন ২০২৪

আপনার যারা ফেসবুক ক্যাপশন দিয়ে বন্ধু বান্ধবের মাঝে উইশ করতে চাচ্ছেন তারা চাইলেই আমাদের এখান থেকে শুভ বিজয়া দশমীর নিত্যনতুন ফেসবুকে অপশন গুলো কপি করতে পারেন। আপনাকে এই কষ্ট করে অন্য কোন ওয়েবসাইটে যেতে হবে না আমাদের ওয়েবসাইট থেকে আপনার কাঙ্খিত তথ্যটি পেয়ে যাবেন ধন্যবাদ।

  • বিসর্জনের ঘন্টা বাজে মা যে এবার যাওয়ার সাজে, বিসর্জনের ঘন্টা বাজে, বলুক সবাই মুখর রবে, আসছে বছর আবার হবে. শুভ বিজয়ার প্রীতি ও সুভেচ্ছা
  • সুখের স্মৃতি রেখো মনে, মিষে থেক আপনজনে. মান অভিমান সকল ভুলে, আসার প্রদীপ রেখো জ্বেলে . মা আসবে এই আশা রেখে, সবাই মিলে থেকো সুখে . শুভ বিজয়া
  • পুজোর দিনের খুশির হাওয়া, চার দিনে -তে পেরিয়ে যাওয়া , মায়ের যাওয়ার দিন হলো আজ, সুভেচ্ছা তাই জানিয়ে দেওয়া. মন বলে আজ ঢাকের তালে, আসছে বছর আয়ে মা চলে… শুভ বিজয়া
  • বিসর্জনের বাজনা মা যে এবার যাওয়ার সাজে. বিসর্জনের বাজনা বাজে, বলুক সবাই মুখর রবে, আসছে বছর আবার হবে. শুভ বিজয়ার প্রীতি ও সুভেচ্ছা..

শুভ বিজয়া দশমী পিকচার ২০২৪

আপনারা যারা বললেন এর মাধ্যমে শুভ বিজয়া দশমীর পিকচার গুলো ডাউনলোড করতে চাচ্ছেন তারা চাইলে আমাদের এইখান থেকে ডাউনলোড করতে পারবেন। আপনি যেকোন ফরমেটে ডাউনলোড করতে পারবেন আমরা সে ব্যবস্থা করে রেখেছি। আমরা আপনাদের জন্য নতুন নতুন কালেকশন দিয়ে রেখেছি যাতে করে আপনাদের এসব পিকচার ভালো লাগে ধন্যবাদ।

শুভ বিজয়া দশমী পিকচার ২০২৪

শুভ বিজয়া দশমী পিকচার ২০২৪

শুভ বিজয়া দশমী পিকচার ২০২৪

শুভ বিজয়া দশমী কিছু কথা ২০২৪

আপনার প্রিয়জনকে যদি আপনি কিছু কথা জানাতে চান শুভ বিজয়া দশমী উপলক্ষে তাহলে আপনি আমাদের এখান থেকে কিছু কথা শুভ বিজয়া দশমী ডাউনলোড কিংবা কপি করে নিতে পারেন। আর বেশি বেশি করি আপনার প্রিয়জনকে এই বিষয়ে জানিয়ে দিন ধন্যবাদ।

  • সুখে দুঃখে উদাস হওয়া তিন দিনের এই চাওয়া পাওয়া সব পেরিয়ে আজ বিজয়া শুভেচ্ছা তাই জানিয়ে দেওয়া মন বলে আজ ঢাকের রবে আসছে বছর আবার হবে । শুভ বিজয়া ।
  • আকাশ জুরে যাচ্ছে উড়ে সাদা মেঘের ভালা. বিসর্জনের সময় হলো ফুরিয়ে এলো খেলা. আসছে বছর পুজোর দিনে থাকব কোথায় কে যে জানে, যেথায় থাক মায়ের সাথে রেখো আমায় নিজের মনে .. শুভ বিজয়া
  • পুজা শেষ অলি গলি,
    মা বলে চলি চলি ,
    ভাসান হবে ফাটাফাটি,
    বিজয়া সারার হুটপাটি,
    এটা মার নতুন ধারা।
    এসএমএস এ বিজয় সারা।
    শুভ বিজয়া দশমী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button