মা দুর্গার আগমনী বার্তা, কবিতা, ছন্দ, স্ট্যাটাস, ক্যাপশন

দুর্গাপূজা এটি হচ্ছে একটি অন্যতম উৎসবের দিন তাইতো এই উৎসব ঘিরে অনেকেই অনেক ভাবে উদযাপন করার চেষ্টা করেন । যেমন দুর্গাপূজায় সব থেকে বড় আয়োজন করার চেষ্টা কার বা না থাকে টাকা-পয়সা খুব কম থাকলেও সে উদযাপন করার চেষ্টা করে । সবার সঙ্গে খাপ খাইয়ে চলতে-ফিরতে মিশতে চায় । তারই ধারাবাহিকতায় অনলাইনেও অনেকেই সার্চ করে থাকেন বা আগাম বার্তা দেয়ার জন্য অনেকেই চেষ্টা করেন । মেসেজ এর মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিভিন্ন ক্যাপশন কবিতা ছন্দ স্ট্যাটাস সকল বিষয়ে জানানোর চেষ্টা করেন ।

প্রিয় বন্ধুদেরকে দুর্গাপূজা সম্পর্কে আগাম বার্তা দেয়ার জন্য অথবা প্রিয় মানুষটিকে আগাম ভারতের জন্য অনেকেই স্ট্যাটাস ক্যাপশন ছন্দ কবিতা খুলে থাকছেন । তাহলে ধারাবাহিকতায় আমরা আজকে এই পোস্টটি করেছি যাতে আপনারা খুব সহজেই দুর্গাপূজা উপলক্ষে আগাম বার্তা দেয়ার জন্য যে সকল স্ট্যাটাস গুলি ব্যবহার করবেন যে এটি ইতিপূর্বে ব্যবহার করা হয়নি । এ ধরনের আনকমন কিছু আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব । আশা করি আমাদের পোস্টটি সম্পন্ন করলে আপনি ভালোভাবে উপভোগ করতে পারবেন কারণ আমরা চেষ্টা করেছি দুর্গাপূজা উপলক্ষে আপনাকে নতুন কিছু উপহার দেয়া ।

মা দুর্গা আগমনী স্ট্যাটাস

আমরা শুরুতেই স্ট্যাটাস সম্পর্কে জানানোর চেষ্টা করেছি কারণ অনেকেই রয়েছেন অনলাইনে সার্চ করে সোশ্যাল মিডিয়ায় ব্যবহার করতে চায় । তাইতো সোশ্যাল মিডিয়ায় ব্যবহার করলে পারফেক্ট হচ্ছে স্ট্যাটাস একটি স্ট্যাটাসের মাধ্যমে আপনি জানিয়ে দিতে পারবেন আপনার আত্মীয়-স্বজন কাছের মানুষদেরকে যে আপনি কতটা স্মার্ট এবং আপনার স্ট্যাটাস সম্পর্কে তারা বুঝতে পারবে যে আপনি কতটা শিক্ষিত । অনেকেই আছেন নিজে নিজে স্ট্যাটাস তৈরি করে তারা সোশ্যাল মিডিয়ায় ব্যবহার করে এতে ভুল হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি থাকে । কারণ তারা তো গুছিয়ে লিখতে পারে না অনেকেই হাতিখনা দুই একজন রয়েছে যারা ভালো করে লিখতে পারে কিন্তু সবাই যে পারবে এমনটাও কিন্তু নয় । তাই সবার কথা চিন্তা করে আমরা এই ক্যাটাগরি গুলি বা এই স্ট্যাটাসগুলি আমরা সোশ্যাল মিডিয়ায় ব্যবহার করার জন্য পারফেক্ট ভাবে সাজিয়ে গুছিয়ে লিখে রেখেছি আপনারা জাস্ট কপি করে ব্যবহার করবেন । এতে করে আপনাদের টেনশন মুক্ত এবং সময় বাজবে অনেকটাই তাই এর বেশি কথা না বাড়িয়ে নিচে বেঁচে থাকুন । এবং বেছে নি ন আপনার পছন্দের স্ট্যাটাস ।

হিমের পরশ লাগে প্রাণে শারদীয়ার আগমনে। আগমনের খবর পেয়ে বনের পাখি উঠলো গেয়ে। শিশির ভেজা নতুন ভোরে, মা এসেছে আলো করে। *** হ্যাপি দূর্গা পূজা ***

কুমোরের তুলি হলো খালি, তৈরি হলো ঢাকি। এবার পূজোয় মাগো যেন এবার পূজোয় মাগো যেন আনন্দেতে থাকি। হ্যাপি দুর্গা পূজা

আশ্বিনের এই শরৎ প্রাতে দেবী দূর্গার আশীর্বাদে দিনগুলী হয়ে উঠুক আরো আনন্দমুখর। উৎসবের দিনগুলি কাটুক সুখে আর উৎসবের শেষ হোক মিষ্টিমুখে। – শারদীয় অভিনন্দন

মাগো তোমার চরণ স্পর্শে কেটে যাক সকল দুঃখ শোক, তোমার মঙ্গল-আলোকে চারিদিকে আলোকিত হোক! শুভ দূর্গা পূজা।

শিউলি ফুলের গন্ধ মাখা শরৎ আকাশখানী, কাশফুল আর ঘাসের দোলায় কার ঐ পদধ্বনি? শারদীয় শুভেচ্ছা।

মা দুর্গা আগমনী বার্তা

দুর্গাপূজায় সব থেকে বেশি সোশ্যাল মিডিয়ায় তোলপাড় চলে তাইতো আপনি নিজেও একজন ভিজিটর আমাদের ওয়েবসাইটের আপনি এই বার্তাগুলি যদি আপনার আত্মীয়-স্বজন প্রিয়জনদেরকে পরিবারে মানুষদেরকে ফেসবুক অথবা বিভিন্ন সোশ্যাল প্লাটফর্ম থেকে তাদেরকে আগাম বার্তা গুলি দিতে চান তাহলে অবশ্যই আজকের এই ক্যাটাগরিটি আপনার জন্যই করা হয়েছে । আমরা চেষ্টা করেছি গুছিয়ে আপনাকে এই বার্তা গুলি লেখবার । আশা করি ভালো লাগবে এবং শেয়ার করবেন সকল প্রিয়জন প্রিয় মানুষগুলোকে আর উপভোগ করুন এই দুর্গাপূজার সকল আনুষ্ঠানিক বিষয়গুলি । দেখতে থাকুন এবং শেষ পর্যন্ত আমাদের পাশে থাকার চেষ্টা করুন ।

  • পূজো মানে এলো শরৎ, এলো হিমেল হাওয়া, পূজো মানে ছুটি আর ছুটিতে, চুটিয়ে পেমে করা… পূজো মানে নতুন জামা পরে, মা এর পায়ে অঞ্জলি দেওয়া, পূজো মানে ঢাকের তালে, মা কে কাছে পাওয়া….. পূজো মানে একটু আরাল হয়ে, হাতটি ধরে সারারাত ঠাকুর দেখা….পূজো মানে অনেক খুশি অনেক আলো, পূজোর দিন গুলি সাবার কাটুক ভালো….. জয় মা দুর্গা সবাই বলো….
  • শরৎকালের রোদের ঝিলিক, শিউলি ফুলের গন্ধ। মা এসেছে ঘরে তাই, মনে এতো আনন্দ। হ্যাপি দুর্গা পূজা
  • এসেছে শরৎকাল, এসেছে দেবী দুর্গা মাকে বরণ করার শুভলগ্ন৷ আসুন জাতি,ধর্ম, বর্ণ নির্বিশেষে যোগদান করি এ মহা উৎসবে সকলকে শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা ও আমন্ত্রণ রইল৷
    শুভ দূর্গা পূজা
  • এলো খুশীর শরৎ, একটু হিমেল হাওয়া। পূজোর ভোরে ঢাকের আওয়াজ, মায়ের কাছে যাওয়া। অনেক খুশী অনেক আলো, পূজো সবার কাটুক ভালো। শারদীয়ার শুভেচ্ছা রইলো

মা দুর্গা আগাম কবিতা

এখন আমরা শেয়ার করব দুর্গাপূজার সম্পর্কে কিছু কবিতা যে কবিতা গুলি আপনারা আপনার কবিতা পছন্দ করে এ ধরনের মানুষগুলোকে শেয়ার করলে তারা অনেকটাই খুশি হবে এবং আপনারা তার প্রিয় পাত্র হতে পারেন । তাই দেরি না করে নিচের কবিতা গুলো শেয়ার করা আছে দেখে নিন এবং শেয়ার করুন আপনার প্রিয়জনদেরকে ।

মা আসছে
      -চৈতালী দত্ত
শিশিরস্নাত শিউলি সুবাস
ঘাসের কানে কানে জানিয়ে দেয়-
মা আসছে।
ছন্নছাড়া হাওয়ায় দুলে  সন্ধ্যার কাশ
বৃষ্টিকে জাপটে ধরে জানিয়ে দেয়-
মা আসছে।
শুভ্র মেঘ, কিশোরীর দুরন্ত ওড়না হয়ে
 আকাশের ওষ্ঠে চুম্বন এঁকে জানিয়ে দেয় –
মা আসছে।

মা দুর্গা আগাম ক্যাপশন

মা দুর্গা আগমন caption সম্পর্কে জানতে চাইলে এই ক্যাটাগরিটি আপনার জন্য আমরা এখানে দুর্গাপূজার সকল ক্যাপশনগুলি শেয়ার করেছি তাদেরকে নিন এবং কপি করে আপনার পছন্দের মানুষকে শেয়ার করুন ।

“ওগো মা জননী তুমি সবার অন্তর জামীনী, মঙ্গল করো সবার তৃনয়নী। আমার এই মনের কথা তোমায় জানাই, মা তোমার আশীর্বাদ যেনো পাই, পুজোর আমেজ সকলের মনে খুশি টান টান, চারো দিকে শুধু হবে মায়ের জয়গান”

” আনন্দের এই খুশির দিনে দূর্গা পূজার শুভেচ্ছা পৌঁছে যাক সকলের মনে মনে। ঈশ্বরের কাছে একটাই চাওনি আশীর্বাদ আর সকলের মনে দিও শান্তি।”

মা দুর্গা আগাম ছন্দ

ছন্দ কে না পছন্দ করে ছন্দের মাধ্যমে অনেকেই হাসায় মানুষ অনেকেই হাসি মুখ দেখার জন্য বা হাসিখুশি থাকার জন্য ছন্দের মাধ্যমে জানতে চায় সকল তথ্যগুলি তাইতো মা দুর্গার আগমনী ছন্দ গুলি আমরা এখানে ক্যাটাগরির মাধ্যমে উল্লেখ করেছি ।

ভাই-বন্ধু, শত্রু-মিত্র সকলের জীবনে সুখ আসুক আশ্বিনের পবিত্র ছোঁয়া। মা দূর্গার কৃপায় সকলেই ভালো থাকুক। শারদ শুভেচ্ছা।

দেখতে দেখতে চলে এলো মহাষ্টমীর শরৎ বেলা, তোমরা সবাই আর করো না হেলা। এলো যে মা আবার বছর ঘুরে। মায়ের পূজা ও অষ্টমীর শুভেচ্ছা রইল।

অষ্টমীর ভোর যে হয়ে এলো, ও ভাই সবাই আনন্দ ভরে মন্ডপ সাঁজা, এলো যে বছর ঘুরে মা দূর্গার পূজা। দূর্গা পূজার ও অষ্টমীর শুভেচ্ছা।

ঢাকের কাঠি পড়লো এবার, শিউলি ফুলের সুবাস ছড়ালো, মায়ের পূজা আবার এলো। তোমাকে জানাই পুজার শুভেচ্ছা।

সকলের  কর্মময় জীবনের কামনা করি। সকলে আনন্দে থাকুক। মা দূর্গার কৃপায় দুঃক সব দূর হয়ে যাক। শারদ শুভেচ্ছা রইল।

মা দুর্গার আগমনী
মা দুর্গার আগমনী

 

আমাদের সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাল থাকবেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button