গুলিস্তান মার্কেট বন্ধের দিন ২০২৫

বাংলাদেশের রাজধানী ঢাকা। আর এই ঢাকাই হচ্ছে একটি ব্যস্ততম শহর। এর মধ্যে আবার রয়েছে পুরান ঢাকা এবং নতুন ঢাকা। পুরান ঢাকায় নানারকম অফিস আদালত থেকে শুরু করে হাইকোর্ট, বড় বড় মার্কেট ইত্যাদির অবস্থান। অনেকেই রয়েছে যারা পাইকারি জিনিসপত্র কেনার জন্য দূর-দূরান্ত থেকে গুলিস্তানের বিভিন্ন মার্কেটে গিয়ে থাকে। আর আপনি যদি আজকের এই আলোচনার অংশটুকু পড়ে থাকেন তাহলে অবশ্যই আপনার জন্য এই আলোচনাটুকু খুবই গুরুত্বপূর্ণ হতে চলছে। কারণ আমরা আজকে আপনাদের জানিয়ে দেবো গুলিস্তান মার্কেট সপ্তাহে কয়দিন খোলা থাকে? এবং খোলা থাকলেও কখন কখন অর্থাৎ কোন কোন সময় মার্কেটে বেচা কেন চলে। ইত্যাদি সকল বিষয়ে জানতে পারবেন আজকের এই আলোচনার মাধ্যমে।

পুরান ঢাকায় অবস্থিত গুলিস্তান। আর এই গুলিস্তানের অবস্থান নয়া পল্টনের পাশেই এবং সদরঘাটের ঠিক আগেই। এমন কোন পাইকারি জিনিসপত্র নেই যা গুলিস্তানে পাওয়া যায় না। আর এই গুলিস্তানকে কেন্দ্র করে মূলত দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন পাইকারি খুচরা মাল কেনার জন্য সেখানে ভিড় করে। মানুষের এতটাই চাপ যে, সাধারণত হেঁটে চলা খুবই মুশকিল হয়ে যায়।

গুলিস্তানের মধ্যে সস্তা দামে অনেক কিছু পাবেন। সেখানে নেই এমন কোন জিনিস আপনি কিনতে সক্ষম হবেন না এমন ধারণা সম্পূর্ণ অসম্ভব ব্যাপার। কারণ স্বল্প টাকার মধ্যে সেখান থেকে আপনি অনেক কিছু ক্রয় করতে পারবেন। তবে একটা জিনিস বলে রাখা ভালো যে, মানুষের সচারচর ভিড়ের কারণে সেখানে ছিনতাইকারীদের সংখ্যা অনেক বেশি। আর এ কারণেই নিজের মোবাইল ফোন মানিব্যাগ অনেক সাবধানে রাখবেন।

গুলিস্তান মার্কেট

১৯৯৭ সাল থেকে যাত্রা শুরু করে বাংলাদেশের ঢাকায় অবস্থিত গুলিস্তান মার্কেট জীবন ও সংস্কৃতিতে পূর্ণ একটি প্রাণবন্ত সপূর্ণ রাজধানী ঢাকায় অবস্থিত এই মার্কেট যা গুরুত্বপূর্ণ একটি মার্কেট নামে সবাই চেনে। গুলিস্তানের নাম শুনে নাই এমন মানুষ খুঁজে পাওয়া খুবই মুশকিল। আর এটি যাত্রা শুরু করে ১৯৯৭ সাল থেকে।

বাংলাদেশের এমন কোন খুচরা যন্ত্রপাতি থেকে শুরু করে বৃহৎ যন্ত্রপাতি কিংবা জামা কাপড় কিংবা ইলেকট্রনিক্স এর প্রোডাক্ট কিংবা বিভিন্ন রকম নৃত্যে প্রয়োজনীয় জিনিস নাই যে সেখানে পাওয়া যায় না। আর এ কারণেই মানুষ বিভিন্ন জায়গা থেকে সেখান থেকে মার্কেট করে। কেউ যদি খুচরা মাল কিংবা পাইকারি মাল কিনতে চায় তাহলে সে গুলিস্তানে নিশ্চয়ই যাওয়ার প্রয়োজন পড়ে। অনেকেই রয়েছে যারা কিনা গুলিস্তান সম্পর্কে এখনো ভালোভাবে জ্ঞান রাখে নাই। গুলিস্তানের কোন দিকে গেলে কোন দোকান পাওয়া যাবে সে বিষয়ে সম্পর্কে কিন্তু অনেকজন জানেনা।

তাহলে চলুন জেনে নেই গুলিস্তানের মার্কেটের নাম সম্পর্কে।

  • গুলিস্তান ফুলবাড়িয়া মার্কেট
    গুলিস্তান খদ্দর বাজার মার্কেট
    গুলিস্তান স্টেডিয়াম মার্কেট
    গুলিস্তান পাতাল মার্কেট

এই চারটি মার্কেটে এমন কোন জিনিস নেই সেখানে যা খুচরা কিংবা পাইকারি পাওয়া যায় না। অনেকেই রয়েছে যারা কিনে ইলেকট্রনিক্সের প্রোডাক্ট কেনার জন্য গুলিস্তানে গিয়ে থাকে। আর সেখানে কিন্তু বায়তুল মোকারম অর্থাৎ জাতীয় মসজিদ অবস্থিত। একদিকে যেমন মনোরম সৌন্দর্য ঠিক অপরদিকে মানুষের উপচে পড়া ভিড় যেটা মানুষের কাছে অনেক বিভ্রান্তের মধ্যে পড়ে।

গুলিস্তান মার্কেট কবে বন্ধ থাকে ২০২৫

আপনি যদি গুলিস্তান থেকে কোন কিছু ক্রয় করতে চান কিংবা সেখানে যেতে চান বিভিন্ন জিনিস দেখার জন্য তাহলে অবশ্যই গুলিস্তান মার্কেট বন্ধের দিন সম্পর্কে আপনাকে জানতে হবে। এত মানুষের ভিড় উপেক্ষা করে যদি আপনি গুলিস্তানে গিয়ে থাকেন আর যদি সেখানে গিয়ে দেখেন যে মার্কেট বন্ধ হয়ে গেছে তাহলেই আপনার মেজাজটা অনেক অংশই গরম হয়ে যাবে। আর এ কারণেই মূলত আপনি জেনে নিন গুলিস্তান মার্কেট কবে নাগাদ কি কি বার বন্ধ থাকে সে বিষয়ে সম্পর্কে।

গুলিস্তান মার্কেট সাপ্তাহিক বন্ধের দুই দিন ঘোষণা করা হয়েছে। এরমধ্যে শুক্রবার পুরাপুরি মার্কেট বন্ধ থাকে এবং শনিবার অর্ধ বেলা বন্ধ থাকে। তবে সময়ের সাপেকে এটি পরিবর্তনশীল আমরা এটির সঠিকভাবে বলতে পারব না। আর তাছাড়া সপ্তাহের পাঁচ দিনে গেলেই আপনি কিন্তু মার্কেট খোলা পাবেন। এ নিয়ে আপনাকে চিন্তিত হতে হবে না। তাহলে আপনার জানা হয়ে গেল যে শুক্রবার এবং শনিবার বাদে বাকি পাঁচ দিনে যদি আপনি মার্কেটে গিয়ে থাকেন তাহলে অবশ্যই মার্কেট খোলা পাবেন।

গুলিস্তান চোরাই মোবাইল মার্কেট

আপনি হয়তো সাবটাইটেল দেখে বুঝতে পারতেছেন যে গুলিস্তানে কি চোরাই মোবাইল মার্কেট আসলেই আছে। হ্যাঁ বন্ধুরা, গুলিস্তানে এমনও কিছু দোকানপাট রয়েছে যেখানে কিনা চোরাই মোবাইল ফোন বিক্রি হয়। আর সেখান থেকে আপনি চোরাই মোবাইল ফোন এমনকি বিভিন্ন রকম জিনিসপত্র কিনতে পারবেন এসব দোকানপাট থেকে।

আর এসব চোরাই দোকানপাট আপনারা ফুট পাটের মধ্যে পাবেন। তারা ফুটপাতে বসে নানা রকম জিনিসপত্র বিক্রি করে। আর অবশ্যই এসব জিনিস কেনার আগে ভালোভাবে চেক করে নিবেন। এসব জিনিস অধিকাংশ সময়ে দেখা যায় ভালো কিংবা অধিকাংশ সময় দেখা যায় খারাপ হয়ে থাকে। আপনি যতক্ষণ সময় পারেন ওখানে ভালো জিনিসটি দেখে নিবেন তাহলে হয়তো বা আপনি জিতে যেতে পারেন ধন্যবাদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button